আর্কাইভ থেকে বাংলাদেশ

টিকেট ড্রয়ারে রেখে দিলো বুকিং সহকারী

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চলছে ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি। আন্তঃনগর ট্রেনের একটি কাউন্টার বরাদ্দ রয়েছে নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য। এ কাউন্টার থেকে প্রথম ২০/৩০ জন টিকিট পেয়েছেন তবে পরে জানানো হয়, টিকিট শেষ। 

আজ রোববার (৩ জুলাই) সকাল ১০টার দিকে এ অভিযোগ করেন বেশ কয়েকজন নারী টিকিট প্রত্যাশী।

নারী টিকিটপ্রত্যাশীদের অভিযোগ, কাউন্টার থেকে একটি করে টিকিট দেয়া হলেও আরও দুটি করে টিকিট ইস্যু করে তারা ড্রয়ারে রেখে দিয়েছে। ছেলেদের ১০০ সিরিয়াল পর্যন্ত টিকিট পাচ্ছে। অথচ ৩০-৪০ সিরিয়ালে থেকেও টিকিট পাচ্ছেন না। আগে তো টিকিট পাওয়া যেত, তাহলে এখন কেন পাওয়া যাচ্ছে না। তাহলে কি আগের চেয়ে টিকিট কমে গেছে। আমাদের দাবি হচ্ছে, নারীদের জন্য আরও একটি কাউন্টার করা হোক। ছেলেদের জন্য এত এত কাউন্টার, তাহলে মেয়েদের জন্য কি দুইটা কাউন্টার হতে পারে না?

তারা আরও বলেন, যাদের লবিং আছে তারা একে-ওকে ধরছে এবং আমাদের সামনে বলছে যে আমাকে দুইটা টিকিটের ব্যবস্থা করে দেন। আমরা যে কালকে (শনিবার) সন্ধ্যা থেকে এখন পর্যন্ত অপেক্ষা করছি, তাহলে আমাদের এই পরিশ্রমের কি কোনো দাম নেই?

এ বিষয়ে কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, এখানে একটি ট্রেনের টিকিটের জন্য তিনটি কাউন্টার রয়েছে। একটি পুরুষদের জন্য, একটি নারীদের ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য এবং অন্যটি সেনা কর্মকর্তাদের জন্য। ঈদের টিকিট কেউই চারটির কম নেয় না। তাহলে যদি প্রতিটি কাউন্টারের প্রথম ৪০ জন চারটি করে টিকিট নেন তাহলে টিকিটের সংখ্যা দাঁড়ায় ৪৮০টি। তাহলে লাইনে পরে যারা আছেন, তারা তো টিকিট পাবেন না ।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন