বাংলাদেশ

দুর্নীতি ও বিপুল সম্পদের বিষয়ে মুখ খুললেন বেনজির আহমেদ

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদের অর্থ-সম্পদ দিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। যা নিয়ে জনমনে চলছে আলোচনা। পাশাপাশি ফেসবুকে এ নিয়ে লেখালেখি করছে অনেকেই। আর এই আলোচনা আর লেখালেখির মাঝে নিজের ভেরিভাইড পেজে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছে পুলিশের এই সাবেক মহাপরিদর্শক।

মঙ্গলবার (২ এপ্রিল) ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘‘দুয়েকজন অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয়, উপসম্পাদকীয়, প্রবন্ধ লিখে ফেলছেন। দয়া করে সামান্য ধৈর্য ধরুন। ঘোষণাই তো আছে ‘কুৎসার কিসসা আভি ভি বাকি হ্যায়’।’’

গেলো ৩১ মার্চ ‌‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এতে পুলিশ এবং র‌্যাবের সাবেক এই শীর্ষ কর্মকর্তার পরিবারের বিপুল পরিমাণ অর্থ-সম্পদের তথ্য উঠে আসে।

বিষয়টি নিয়ে পরে আরও কিছু গণমাধ্যমে প্রতিবেদন হয়। পাশাপাশি সামাজিক মাধ্যমগুলোতেও বেনজীর আহমেদকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন