রাজনীতি

বাংলাদেশকে আরেকটি কাশ্মীর হতে দেবো না : রিজভী

ভারত চায় এই দেশের প্রভু হতে। তবে বাংলাদেশকে আরেকটি কাশ্মীর হতে দেবো না আমরা। ভারত এ সরকারের হয়ে ওকালতি করে, তারা আমাদের সম্মান-মর্যাদা দেয় না। দেশটির কাছে বাংলাদেশের মানুষের দাম গরু-ছাগলের চেয়েও কম। বললেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে  এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, রাজধানীর প্রতিটি সড়কে বেড়ে গেছে ভিক্ষুকের সংখ্যা। এ থেকেই বোঝা যায় দেশের কী অবস্থা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ নেতারা বলেন-বাংলাদেশ উন্নত দেশগুলোকেও ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগের নেতাদের ঘনিষ্টজনরা সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছেন এটা সত্য। যারা শেখ হাসিনার আশপাশে আছেন এবং যারা পদ্মা সেতু ও মেট্রোরেলের শেয়ার পান তারা, যাদুকরি টাকা যাদের কাছে এসেছে, তারা সিঙ্গাপুরকে পেরিয়ে গেছেন। এমন কী তারা শীর্ষ ধনীদের তালিকাতেও স্থান পেয়েছেন।

তিনি বলেন, জনগণকে ধোঁকা দিয়ে কিছু মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, কিন্তু দেশের জন্য ৩ মাসের পণ্য আমদানি করার টাকাও নেই সরকারের কাছে। রপ্তানি কমে গেছে।

প্রসঙ্গত, সরকার ইফতার পার্টি বন্ধ করে সূক্ষ্মভাবে সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর আক্রমণ করছে বলে বক্তব্যে দাবি করেন রিজভী।

এ সম্পর্কিত আরও পড়ুন