আর্কাইভ থেকে আবহাওয়া

৩ দিন বৃষ্টিপাত বাড়তে পারে

দেশের সব বিভাগেই কিছু কিছু স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। আকাশে মেঘের আনাগোনা। সেই সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এদিকে রোববার (৩ জুলাই) ভোর ৬টা থেকে সোমবার (৪ জুলাই)  ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি বর্ষণ।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন