আর্কাইভ থেকে জাতীয়

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন রেলওয়ের অস্থায়ী কর্মচারীরা। এর আগে চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদে রেলওয়ের অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে তারা টঙ্গী রেল স্টেশন অবরোধ করে। এরপর রেলপথে সারাদেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা।

তবে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এরপরই সারাদেশের সঙ্গে রেল যোগযোগ স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, ছাঁটাই না করার দাবিতে রেলওয়ে আউটসোর্সিং কর্মীরা টঙ্গী রেলস্টেশন বিক্ষোভ করে। একপর্যায়ে টঙ্গী রেল স্টেশন অবরোধ করে তারা। এরপরই সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন