আর্কাইভ থেকে বাংলাদেশ

পশুবাহী ট্রলারে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

পশুবাহী ট্রলারে চাঁদাবাজির সময় ব্রহ্মপুত্র নদ থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার ৪ (জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় চাঁদাবাজিতে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বন্দরের দড়িসোনাকান্দা এলাকার আলী আকবরের ছেলের ইসমাইল (৩৮), শান্তিনগরের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মুসা ইব্রাহিম (২৫), লক্ষ্যারচর মধ্যপাড়া এলাকার জসিম শিকদারের ছেলে মাহমুদুল হাসান (২৩) ও সোনারগাঁওয়ের শম্ভুপুরা এলাকার তাহের আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৫)।

এ সময় ট্রলার থেকে লাফিয়ে পড়ে সাঁতরে পালিয়ে যায় সুজন মুন্সী ও মতিউর রহমান ওরফে ব্ল্যাক জনি নামে দুই চাঁদাবাজ।

মদনগঞ্জ ফাঁড়ির এসআই আবদুর রহমান ঢালী জানান, সোমবার বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুর এলাকাসংলগ্ন ব্রহ্মপুত্র নদে পশুবাহী বিভিন্ন নৌযান থামিয়ে চাঁদাবাজি করছিল ছয় চাঁদাবাজ। খবর পেয়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় পালিয়ে যায় ব্ল্যাক জনিসহ দুজন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মেহা

এ সম্পর্কিত আরও পড়ুন