দুর্ঘটনা

ধানক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রুটির কারণে নড়াইলের তারাশি গ্রামের বিলে ধানক্ষেতে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। বিমানে থাকা স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন।

বুধবার (৩ এপ্রিল) বিকেল পৌনে তিনটার দিকে বিমানটি অবরতণ করে। এ দিকে খবর শুনে নড়াইল থেকে দমকল বাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। এছাড়া প্রশিক্ষণ বিমান অবতরণের খবর শুনে এলাকার শত শত উৎসুক নারী পুরুষ বিলের মধ্যে বিমান দেখার জন্য ভীড় করেন।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি বিলের মধ্যে যশোর বিমান বন্দর থেকে আসা একটি প্রশিক্ষণ বিমান বিকেল পৌনে তিনটার দিকে অবতরণ করে। হঠাৎ করে বিমানটি উপর থেকে নিচের দিকে নামতে থাকে। এক পর্যায়ে ধানের ক্ষেতে নেমে পড়ে। তাৎক্ষণিকভাবে বিলের মাঝে কৃষিকাজে নিয়োজিত কৃষক ও এলাকাবাসী বিমানের কাছে ছুটে যান।

প্রত্যক্ষদর্শী হেদায়েত হোসেন ও আব্দুল্লাহ জানান, বিমানটি অবতরণের পর ভেতর থেকে দুজন লোক বের হয়ে আসেন। তারা দুজনেই সুস্থ আছেন।

নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মাসুদ রানা গণমাধ্যমে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণের খবর পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। এছাড়া খবর শুনে যশোর থেকে বিমনা বাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায়।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন