আর্কাইভ থেকে বাংলাদেশ

‘বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন’

অনেক দেশই বিদ্যুতের জন্য হাহাকার করছে। এখন আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ উৎপাদনের উপকরণগুলোর দাম অত্যধিক বেড়েছে। কাজেই আমাদেরকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ উৎপাদনে বিশাল অঙ্কের ভর্তুকি দিচ্ছে সরকার। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (৫ জুলাই) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে পরিবহনের সমস্যার সৃষ্টি হচ্ছে। আগের মতো জাহাজ চলাচল করতে পারছে না। শুধু আমাদের দেশে না, প্রত্যেকটা দেশেই এখন জিনিসের ঘাটতি। এই সমস্যা দেখা দিয়েছে। সেখানে আমরা যদি একটু সাশ্রয় করে চলি, মিতব্যয়ী হই এবং নিজেরা নিজেদের সঞ্চয়টা বাড়াতে পারি তাতে যেকোনো সমস্যা মোকাবিলা করা যাবে। অর্থাৎ প্রতিটি পরিবারেই যদি সঞ্চয়মুখী হয় যে আমরা নিজেরা কিছু করব।

তিনি আরও বরেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসসহ সব পণ্যের দাম বেড়েছে।

শেখ হাসিনা মন্ত্রী ও জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন,  কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ভোটারদের বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে। 

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন