অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করেছে র্যাব
বান্দরবানের রুমা উপজেলা থেকে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কতৃক অপহৃত ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। অপহরণের ৪৮ ঘন্টার মধ্যে সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজারকে উদ্ধার করলো সংস্থাটি।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় র্যাব এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন জানান, র্যাবের মধ্যস্থতায় রুমা বাজার থেকে ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা হয়।
এর আগে গত ২ এপ্রিল রাতে সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা করে ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা। এসময়ে ওই শাখার টাকা লুট করবার চেষ্টা করলেও। চাবি না পাওয়ায় কেএনএফ টাকা লুট করতে ব্যর্থ হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, কেএনএফ ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার ভিডিপির দুটি এসএমজি , ৬০ রাউন্ড গুলি, আটটি চীনা রাইফেল ও ৩২০ রাউন্ড গুলি এবং আনসারের চারটি শটগান ও ৩৫ রাউন্ড গুলি লুট করে।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল সন্ধ্যায় অপহরণকারীরা নেজাম উদ্দিনের মুক্তির জন্য তাঁর পরিবারের কাছে ২০ লাখ টাকা দাবি করেছিলো।