আর্কাইভ থেকে বাংলাদেশ

ব্যবসায়ীর গায়ে আগুন: স্ত্রী-হেনোলাক্সের মালিকের বিরুদ্ধে মামলা

গাজী আনিসকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে প্রসাধন প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

মঙ্গলবার (৫ জুন) দুপুরে শাহবাগ থানায় এ মামলা করেন গাজী আনিসের ভাই নজরুল ইসলাম।বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার।

হেনোলাক্সে বিনিয়োগ করা টাকা ফেরত না পেয়ে হতাশায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা মো. আনিসুর রহমান গাজী। 

সোমবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজের শরীরে প্রকাশ্যে আগুন দেন তিনি। মঙ্গলবার (৫ জুলাই) ভোর সোয়া ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে লাইফসাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওনার দাবি নিয়ে গেলো ২ মাস আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলেন আনিস। কিন্তু টাকা না পেয়ে সোমবার হঠাৎ প্রেস ক্লাবের সামনে এসে শরীরে আগুন দেন তিনি।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন