আর্কাইভ থেকে বাংলাদেশ

স্বর্গ থেকে নির্বাচন কমিশনার নিয়ে আসলেও সুষ্ঠু নির্বাচন অসম্ভব: ফখরুল

দেশে যদি গণতন্ত্র  না থাকে, জনগণকে যদি রাজনৈতিক মুক্তি এবং ভোটাধিকার দেয়া না হয় তবে সেখানে হাজারটা পদ্মা সেতু করেও কোনো লাভ হবে না। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের বিষয়ে আমি স্পষ্ট করে বলতে চাই। এটা নির্ভর করবে নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হবে কি না তার ওপর। যদি নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হয় তাহলে আমাদের অংশগ্রহণ অবশ্যই দৃশ্যমান হবে। বাংলাদেশে যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হয় এখানে অবশ্যই একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকতে হবে। তা নাহলে এখানে স্বর্গ থেকে নির্বাচন কমিশনার নিয়ে আসলেও সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের জবাবে ফখরুল বলেন, আর ভোট দিচ্ছে কোথায়? মানুষ ভোট দিতে পারছে কোথায়? তাহলে তিনি কীভাবে বলেন যে জনগণের আস্থা অর্জন করেছেন। তিনি তো কাগজে-কলমে সিল মেরে আগের রাতে ভোট দিচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন