রাজশাহীর প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া প্লাস্টিকের ক্যারেট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়ার মুনসুরের আলিফ ট্রেডার্স নামে একটি গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আক্তার হামিদ খান জানান, খবর পেয়ে বাঘা, পুঠিয়া ও চারঘাটের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় প্লাস্টিকের ক্যারেট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। অনেক বড় গোডাউন। ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলিফ ট্রেডার্স থেকে মুনসুর পুরাতন নষ্ট-ভাঙ্গা ক্যারেটসহ অনেক প্লাস্টিক গুড়া ও ছোট ছোট করে কেটে বিভিন্ন কোম্পানিকে ট্রাকে করে বিক্রি করতো, সেখানে ৫/৭ জন কর্মচারী সবসময় কাজ করতো। বিকেলে হঠাৎ আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। আগুন দেখে এলাকার মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। অবশেষে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত গোডাউন মালিক মুনসুর আলী বলেন, কীভাবে যে আগুন লেগেছে তা জানেন না। হঠাৎ আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়। তবে এ ঘটনায় তার প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন।