আন্তর্জাতিক

গাজায় ত্রাণকর্মী নিহত: ২ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসরায়েল

গাজা ভূখণ্ডে ড্রোন হামলায় সাত ত্রাণকর্মী নিহতের ঘটনায় ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসরায়েল। একই সঙ্গে সিনিয়র কমান্ডারদের আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) ঘটনাটির তদন্তে গুরুতর ত্রুটি ও প্রক্রিয়া লঙ্ঘনের প্রমাণ পাওয়ার এ পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর দেয়া বিবৃতি থেকে এ তথ্য জানা যায় ।

শনিবার (০৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বরখাস্ত হওয়া দুই সেনা কর্মকর্তা হলেন ইসরায়েলের সামরিক বাহিনীর কর্নেল পদমর্যাদার একজন ব্রিগেড চিফ অব স্টাফ এবং অন্যজন মেজর পদমর্যাদার ব্রিগেড ফায়ার সাপোর্ট অফিসার। দুজনকে বরখাস্তের পাশাপাশি ড্রোন হামলায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় একাধিক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কারও করা হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধানও রয়েছেন।

সোমবার (০১ এপ্রিল) গাজার মধ্যাঞ্চলের দেইর আল–বালা এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাতজন ত্রাণকর্মী নিহত হন। যাদের মধ্যে তিনজন ব্রিটিশ, একজন ফিলিস্তিনি, একজন অস্ট্রেলিয়া, একজন পোল্যান্ডের ও একজন যুক্তরাষ্ট্র–কানাডার দ্বৈত নাগরিক। মিত্রদেশসহ আন্তর্জাতিক চাপের মুখে এ ঘটনার তদন্তের পর শুক্রবার দুজন সেনা কমান্ডারের বিষয়ে এই সিদ্ধান্ত নেয় ইসরায়েল। তদন্তে তাদের বিরুদ্ধে মারাত্মক ভুল ও বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, সোমবার মধ্যরাতে ডব্লিউসিকের তিনটি গাড়ি নিশানা করে ভুলবশত ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এসব গাড়িতে হামাসের সশস্ত্র যোদ্ধা রয়েছেন, এমন ধারণা করে এ হামলা চালানো হয়। তবে এ ক্ষেত্রে যেসব বিধি মানার কথা তা মানা হয়নি। বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ত্রাণকর্মীদের বহনকারী গাড়িতে এ হামলা ছিল একটি মারাত্মক ভুল। ভুলভাবে পরিচয় শনাক্ত, সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ায় গাফিলতি ও আদর্শ পরিচালন পদ্ধতি (এসওপি) না মেনে এ হামলা করা হয়।

ত্রাণকর্মী নিহতের এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (০৪ এপ্রিল) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। নেতানিয়াহুকে বাইডেন সতর্ক করে বলেছেন, বেসামরিক লোকজনের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ না নিলে ইসরায়েলকে অস্ত্র ও সহায়তা দেয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার বলেছেন, ইসরায়েলের তদন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। ইসরায়েল কী পদক্ষেপ নিয়েছিল, সেটাও ভালোভাবে খতিয়ে দেখা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন