দেশজুড়ে

লোডশেডিং নিয়ে ব্যারিস্টার সুমনের হুঁশিয়ারি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দৈনিক ১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে উপজেলার লাখ লাখ মানুষ অসহনীয় গরমে দিন পার করছে। আর এ নিয়ে চুনারুঘাট নামে একটি পেজে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের দৃষ্টি আকর্ষণ করে নানা পোস্ট দেয়া হয়।

বিষয়টি ব্যারিস্টার সুমনের দৃষ্টিগোচর হয়। যার ফলে আমেরিকা থেকে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায় তিনি।

সুমন বলেন, হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ যাচ্ছে। আর আমরা হবিগঞ্জের মানুষ বিদ্যুৎ পাচ্ছি না। এ সময় বিষয়টি দ্রুত সুরাহা না হলে তিনিসহ হবিগঞ্জের তিন সংসদ সদস্যকে নিয়ে মহাসমাবেশের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন ব্যারিস্টার সুমন।

স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলায় ১৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। এ অবস্থায় উপজেলায় দৈনিক ১৮ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকলেও তা আসার-যাওয়ার মধ্যেই থাকছে। এতে প্রচণ্ড দাবদাহে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি দুর্ভোগ হাসপাতাল ও স্কুলগুলোতে।

এ সম্পর্কিত আরও পড়ুন