পাকিস্তানের হয়ে খেলতে চেয়ে ৫ বছর নিষিদ্ধ উসমান
আরব আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার উসমান খানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। শনিবার ( ৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি।
নিষেধাজ্ঞার কারণে আগামী ৫ বছর আরব আমিরাত ক্রিকেট বোর্ড আয়োজিত কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না উসমান।
সম্প্রতি উসমানকে জাতীয় দলের ক্যাম্পে ডাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ডাক পেয়ে কাকুলে পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে যোগ দেন উসমান। এরপরই পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করে উসমান সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন কি না, সেটাই তদন্ত শুরু করে ইসিবি। তদন্ত শেষে ইসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উসমান সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বর্ণনা দিয়েছে। সে ইসিবি কর্তৃক সুবিধা গ্রহণ করেছে, এটা স্পষ্ট সে আর ইসিবির হয়ে খেলতে চায় না কিংবা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটা শেষ করতে চায় না।’