যুক্তরাজ্যে দুই বিমানের সংঘর্ষ
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিকের দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। তৃতীয় টার্মিনালে গেলো শনিবার এই ঘটনা ঘটে। এতে উভয় বিমানের সামান্য ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। এছাড়া বিমান চলাচলেও কোনও ধরনের বিলম্ব হয়নি।
রোববার (৭ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটিতে ১২১ জন যাত্রী ছিলেন। তবে ভার্জিন আটলান্টিকের বিমানটি ছিল যাত্রীশূন্য।
ভার্জিন আটলান্টিক বলেছে, তৃতীয় টার্মিনালে তার যাত্রীশূন্য বোয়িং ৭৮৭-৯ স্ট্যান্ড থেকে টেনে নেওয়ার সময় সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। তারা এই ঘটনায় তদন্ত করছে এবং তাদের বিমানের রক্ষণাবেক্ষণের বিষয়টি চেক করা হচ্ছে। তবে সংঘর্ষের পর বিমানটিকে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে ব্রিটিশ এয়ারওয়েজ বলেছে, সংঘর্ষের পর তারা যাত্রীদের জন্য বিকল্প বিমান সরবরাহ করেছে এবং পরে ওই যাত্রীদের সন্ধ্যা ৬টায় উড্ডয়নের জন্য পুনরায় সময় নির্ধারণ করা হয়।
হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ বলে ‘আজকে দুটি বিমানের সংঘর্ষের ঘটনার প্রতিক্রিয়ায় আমরা জরুরি পরিষেবা এবং আমাদের এয়ারলাইন অংশীদারদের সাথে কাজ করছি।’