এবার মিয়ানমারের মায়াবতী শহর বিদ্রোহীদের দখলে
সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ক্রমাগত পিছু হটা মিয়ানমারের জান্তা সরকারের আরো একটি বড় পরাজয় ঘটেছে। এবার দেশটির স্থল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মায়াবতী দখলে নিয়েছে বিদ্রোহী কারেন জনগোষ্ঠীর সশস্ত্র যোদ্ধারা।
সেখানে জান্তা সরকারের বহু সংখ্যক সৈন্য আত্মসমর্পণ করায় তিন বছর আগে মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক শাসকরা বড় পরাজয়ের সম্মুখীন হলো বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যে স্থলপথ দিয়ে আন্তঃসীমান্ত বাণিজ্যের সিংহভাগই হয়ে থাকে এই মায়াবতীর শহরের মাধ্যমে।
কারেন ন্যাশনাল ইউনিয়ন ঘোষণা করেছে, মায়াবতী থেকে ১০ কিলোমিটার পশ্চিমের থাঙ্গানিনাং শহরে অবস্থান নেয়া জান্তা সরকারের এক ব্যাটালিয়ন (৫০০ থেকে ১৫০০) সৈন্য আত্মসমর্পণ করেছে।
জাতিগত কারেন বিদ্রোহী যোদ্ধারা মিয়ানমারের অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সহায়তা পাচ্ছে। আর তাদের প্রবল যুদ্ধের সামনে একরকম অসহায় হয়ে পড়ে মিয়ানমারের সেনারা। অবশেষে বিরাট সেনাদল নিয়ে আত্মসমর্পণে রাজি হয়ে যায়।