অন্যান্য

ছাগল ধরলেই হতে পারবেন মালিক

ইতালির এক দীপে ঘুরে বেড়ানো ছাগল ধরতে পারলেই তার মালিক হওয়ার ঘোষণা দিয়েছেন ওই দ্বীপের মেয়র। তার এমন ঘোষণায় অনেকেই আশ্চর্য হয়েছেন। খবর- সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, সিসিলির এয়োলিয়ান দ্বীপপুঞ্জের আলিকুদি দ্বীপের মেয়র রিকার্ডো গুলো ‘এডপ্ট-আ-গোট’ নামের নতুন একটি কার্যক্রম চালু করেছেন। এর আওতায় থাকছে ছাগল ধরার সুযোগ।

দীপটিতে ছাগলের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তা কমানোর জন্য মেয়র এমন ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, নির্ধারিত ১৫ দিনের মধ্যে যে কেউ চাইলে এই ছাগল ধরে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে ‘স্ট্যাম্প ফি’ হিসেবে ১৭ ডলার পরিশোধ করতে হবে। এজন্য চাইলে ইমেইলের মাধ্যমেও আবেদন করা যাবে।

দীপটিতে ২০ বছর আগে ছাগল আনা হয়। আর এ সুযোগ আপাতত এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত থাকলেও ছাগলের সংখ্যা আরও নিয়ন্ত্রিত অবস্থায় আসার আগ পর্যন্ত সময়সীমা বাড়বে।

এ সম্পর্কিত আরও পড়ুন