বাংলাদেশ

মুসুল্লিদের অভিযানে ৫ ড্রাম চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়ার রাতালদিয়া জামে মসজিদের মুসুল্লিদের অভিযানে ৫ ড্রাম চোলাই মদ ও মদ তৈরীর উপকরণ উদ্ধার করা হয়েছে।  উদ্ধারকরা এসব রূপগঞ্জ থানা পুলিশের কাছে দিয়েছেন গ্রামবাসি।

শনিবার (৬ এপ্রিল) দিবাগত মধ্যরাত ১ টার দিকে শবে কদর আদায়রত মুসুল্লিদের কাছে গ্রামের নির্জন বালিচরে মদ জ্বাল দেয়ার খবর আসলে তারা একত্রিত হয়ে মাদক বন্ধের অভিযানে নামেন। এ সময় মদের কারবারি সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তবে তাদের রেখে যাওয়া ৫ ড্রাম চোলাই মদ, মদ তৈরীর উপকরণ উদ্ধার করেন মুসুল্লিরা।

রাতালদিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা শুনে আসছিলাম রাতালদিয়া বিলের বেশ কিছু স্থানে মাদক কারবারিরা চোলাই মদ তৈরী করে। এসব মদ ঢাকায় পাঠায়। গতরাতে শবে কদরের নামাজ পড়তেছিলাম সবাই। আমরা খবর পেয়ে নিজেরাই একত্রিত হয়ে এসব মদ উদ্ধার করেছি। সকালে রূপগঞ্জ থানা পুলিশকে জানিয়েছি।

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন,  চোলাই মদ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এসব মদ ও উপকরণ জব্দসহ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন