কোরবানির জন্য ব্রাজিল থেকে গরু আনতে চায় সরকার
কোরবানির ঈদ সামনে রেখে ব্রাজিল থেকে জীবন্ত গরু আনার সম্ভাব্যতা নিয়ে ভাবছে সরকার। বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
রোববার (৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। বৈঠক শেষে তিনি একথা বলেন।
আহসানুল ইসলাম টিটু বলেন, আমরা আগামী কোরবানি সামনে রেখে তাদের (ব্রাজিলকে) ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি, যদি সস্তা হয় তাহলে জীবন্ত গরু আনার ব্যবস্থা করা যায় কি না। আমরা সম্ভাব্যতা যাচাই করে দেখতে পারি।
জিএমএম/