আর্কাইভ থেকে বাংলাদেশ

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন

বরিস জনসন তার মন্ত্রী ও এমপিদের সমর্থন হারানোর পর কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন। অন্য মাধ্যম বলছে প্রধানমন্ত্রী থেকেও সরে যাচ্ছেন তিনি। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। খবর- বিবিসি।

আসছে অক্টোবরে কনজারভেটিভ পার্টির দলীয় সম্মেলনে নতুন নেতা নির্বাচন করা হবে। দল থেকে একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে। এসময় পর্যন্ত বরিস জনসন প্রধানমন্ত্রী থাকবেন।

মন্ত্রী ও পদস্থ কর্মকর্তা মিলিযে প্রায় অর্ধশত ব্যক্তি সরে দাঁড়িয়েছেন জনসনের সরকার থেকে। এরপরই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

১০ নং ডাউনিং স্ট্রিটের একটি সূত্র বলেছে, জনসন তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানাতে কনজারভেটিভ পার্টির ১৯২২ কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডির সাথে কথা বলেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন