আর্কাইভ থেকে বাংলাদেশ

ঈদুল আজহায় কাজ নেই কামার পল্লীতে

কড়ালগ্রাসী বন্যার আগ্রাসনে বিপর্যস্ত সুনামগঞ্জের জগন্নাথপুরের মানুষের জনজীবন।একারনেই এবার ঈদুল আজহায় তেমন কাজ নেই কামার পল্লীতে।

পণ্যের চাহিদা কম, প্রয়োজনীয় উপকরণের অভাব, চরম আর্থিক সংকটসহ বিভিন্ন কারণে কামার শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।

উপজেলা সদর বাজার, রসুলগঞ্জ বাজার, রানীগঞ্জ বাজার, কলকলিয়া বাজার সহ উপজেলার বিভ্ন্নি স্থানে ছোট বড় সকল হাট বাজারে প্রচুর কামার শিল্প আছে। কিন্ত এবার ঈদ-উল-আযহার সময়েও স্থানীয় কামার শিল্পে দুর্দিন চলছে।  বন্যার পানির কারনে পানির নিচে তলেয়ে গেছে অনেক কামার শিল্পালয়।

সংশ্লিষ্টরা বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ায় এবারে ঈদে স্থানীয় অনেকেই কোরবানী করছেনা। একারনে দা, বটি, চাকু সহ অন্যান্য ধারালো পণ্যের  চাহিদা কম। 

কামার শিল্পীরা বলেছেন,  একদিকে চাহিদা কম। অপরদিকে ‘‘পুঁজির অভাব এবং লোহা, কয়লার দাম বেশি। এসব যুক্তি মানছেননা ক্রেতারা। একারনে ন্যায্য মজুরী পাচ্ছেননা কামার শিল্পীরা।

এসব নানা সমস্যয় অনেকেই অন্য পেশায় চলে গেছেন। যারা আছেন তারা পূর্ব পুরুষের পেশা আঁকড়ে ধরে রাখার চেস্টা করছেন। 

সরকারী ও বেসরকারী সহায়তায় এই পেশা আধুনিকায়ন করতে পারলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃস্টি হবে। পাশাপাশি বিদেশে রফতানী করেও ব্যাপক মূদ্রা অর্জন করা সম্ভব হতো।  

এ সম্পর্কিত আরও পড়ুন