দেশজুড়ে

দুপুরের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীর ঢল, বাস সংকট

সোমবার দুপুরের পর  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে।তবে যাত্রীর তুলনায় দূরপাল্লার পরিবহন খুবই কম। ফলে চন্দ্রা ত্রিমোড় থেকে খাড়াজোড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা।

সোমবার (০৮ এপ্রিল)  দুপুরের পর থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীচাপ বেড়ে যাওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাদত হোসেন।

গাইবান্ধাগামী যাত্রী আব্দুস কদ্দুস বলেন, বাস কাউন্টারে ভাড়া বাড়িয়ে দিয়েছে। গাইবান্ধা যেতে আগে লাগত ৫০০ টাকা এখন ঈদ উপলক্ষে নেয়া হচ্ছে ১০০০ টাকা। উপায় নাই,যেতেই হবে।

রংপুরগামী পোশাকশ্রমিক ফরিদা বেগম বলেন, দুপুর পৌনে বারোটা থেকে বাসের জন্য তিনি দাঁড়িয়ে আছেন, সোয়া একটা পর্যন্ত রংপুর যাওয়ার বাস তিনি পাচ্ছেন না।

যাত্রীরা জানায়,  দুপুরের পর থেকে গাজীপুর, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল ছুটি হয়। এতে অনেক শ্রমিক বাড়ি যাওয়ার জন্য চন্দ্রা ত্রিমোড় এলাকায় ভীড় করেন। কয়েকজন মিলে ভাড়া করা নিজস্ব পরিবহনেরও ব্যবস্থা করছেরন তাঁরা।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের সময় যত ঘনিয়ে আসছে, মহাসড়কে ততই বাড়ছে যানবাহনের চাপ। হাইওয়ে পুলিশ পয়েন্ট পয়েন্টে মোতায়েন রয়েছে। এবার ড্রোন দিয়ে রাস্তায় যত্রতত্র অবস্থান করা পরিবহনগুলো দ্রুত স্থান ত্যাগ করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন