দেশজুড়ে

সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারসহ কেএনফের ২ সদস্য আটক

বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারসহ কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ২ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র ২০ রাউন্ড গুলি, ল্যাপটপ, ইউনিফর্ম ও বুট উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএসপিআর জানায়, বান্দরবনের রুমা উপজেলার বেথেলপাড়ায় আজ যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে দুজন সক্রিয় কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে।

তাৎক্ষণিক আটককৃতদের নাম জানা যায়নি। অভিযানে নেতৃত্ব দেন রুমার সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিন।

এর আগে সকালে নারীসহ কেএনএফ এর তিন সদস্যকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন ভানুনুন নুয়ান বম (২৫), জেমিনিউ বম (২৪), আমে লনচেও বম (২৫) ও মোহাম্মদ কফিল উদ্দিন সরকার (২৮)।

এ সম্পর্কিত আরও পড়ুন