এবার পাকিস্তান জানালো কবে হতে পারে ঈদ
পাকিস্তানে মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রমজান মাসের শেষ এবং শাওয়ালের নতুন চাঁদ দেখা যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বুধবার (১০ এপ্রিল)। তবে চাঁদ মঙ্গলবার না দেখা গেলে ঈদ হবে বৃহস্পতিবার।
সোমবার (৮ এপ্রিল) দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল এ তথ্য জানিয়েছে। খবর- সামা টিভি।
এছাড়া পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, ১০ এপ্রিল ঈদুল ফিতরের প্রথম দিন এবং ৯ এপ্রিল সন্ধ্যায় শাওয়ালের নতুন চাঁদ দেখা যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, নতুন চাঁদের জন্ম ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে হবে এবং এর বয়স পরের দিন (৯ এপ্রিল) সন্ধ্যায় ১৯ থেকে ২০ ঘণ্টার মধ্যে হবে। এতে আরও বলা হয়েছে, সূর্যাস্তের পর ৫০ মিনিটেরও বেশি সময় ধরে চাঁদ দেখা যাবে।