শবনম ফারিয়ার স্ট্যাটাস- আমার শর্মিলী মা!
নন্দিত অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) সকালে তার মৃত্যু হয়েছে। কালজয়ী এ অভিনেত্রী দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। অবশেষে ঝলমলে অভিনয় জীবনের ইতি টেনে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তাকে নিয়ে আকেগঘন স্ট্যাটাস দিয়েছে অভিনেত্রী শবনম ফারিয়া। তা হুবহু তুলে ধরা হলো-
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আমার শর্মিলী মা!
গত পাঁচটা বছরে আপনি কিভাবে সহকর্মী থেকে সত্যিই মা হয়ে গেছেন জানি না!
আমার এখনও মনে আছে , আপনি আমার মাকে কল করে বলছেন, “এইটা তো শুধু আপনার মেয়ে না , আমারও মেয়ে , মেয়েটা আগের মতো নাই , হাসে না , কথা বলে না , মেয়েটার দিকে তাকানো যায় না, যেইটা টেকার না , জোড় করে টেকানোর চেস্টা করে মেয়েটার সময় আর নস্ট হতে দিয়েন না ।”
আপনি ফোনের এদিকে চোখের পানি ফেলছেল, অন্য পাশে আমার মা! এই দৃশ্য কোনদিন ভেলার মতো না মা!
কিংবা বার বার আমার খেয়াল রাখা, ”এই তোর ডাইবেটিস ফল করবে, খাওয়া দেড়ি হয়ে যাচ্ছে, বিস্কিটটা খা” , “সারা দিনে তুই এইটুকু পানি খাইসিস” , “চিনি দিয়ে চা খাবা না” এইসব যাস্ট মাথায় ঘুরেছে!
মা আমার খুব কস্ট হচ্ছে , আপনি আর নেই , এইটা কিভাবে মানবো! আপনার তো সুস্থ হয়ে আমার নতুন বাসা দেখতে আসার কথা !
আর আপনি আজকে হটাত চলেই গেলেন?
কেন মা ?