বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লা দাউদকান্দিতে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জিংরাতলি এলাকায় শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আজ শনিবার (৯ জুলাই) দাউদাকান্দি হাইওয়ে থানার ওসি ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীগামী আল বারাকা এক্সপ্রেস নামে একটি বাস দাউদকান্দির দক্ষিণনগর জিঙ্গাতলী এলাকায় মহাসড়কে, চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল পাসিং করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ট্রাফিক ইনচার্জ (টিআই) ফরিদুল ইসলাম জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।