পলাশবাড়ীতে ভিজিএফ'র ৮০ বস্তা চাল জব্দ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ৮০ বস্তা ভিজিএফ এর চাল কালোবাজারে বিক্রির সময় জব্দ করেছে প্রশাসন। গেলো শুক্রবার (৮ জুলাই) দিনগত রাতে ওই ইউনিয়ন পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইউএনও মো. কামরুজ্জামান।
আজ শনিবার (০৯ জুলাই) দুপুরে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের জন্য পবনাপুর ইউপি চেয়ারম্যান বরাদ্দ পান। এদিকে ৮০ বস্তা চাল ব্যাপারীরা কিনে ভ্যানযোগে নিয়ে যাচ্ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ইউনিয়ন পরিষদ আশপাশের রাস্তা থেকে বিভিন্ন ভ্যানে থাকা ৮০ বস্তা চাল জব্দ করা হয়।
এ বিষয়ে পবনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান মন্ডলের সঙ্গে একাধীক বার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান আজ শনিবার ওইসব চাল জব্দের বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, এসব চাল ব্যাপারীরা কীভাবে ক্রয় করেছেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে।