খেলাধুলা

নিউইয়র্কে সাকিব আল হাসানকে দেখে ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক প্রবাসী বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক। স্থানীয় সময় বুধবার জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদের নামাজের খুতবাহ শুরু হওয়ার আগে এ ঘটনা ঘটে।

ওই সাংবাদিক জানান, জ্যামাইকা মুসলিম সেন্টারে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ বক্তব্য রাখছিলেন। তাদের বক্তব্য শেষে হঠাৎ একজন বলেন, অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল-হাসান এখানে আছেন। তিনি ঈদের নামাজ পড়বেন। ঠিক তখনই পেছন থেকে অনেকেই ভূয়াভূয়া চিৎকার করেন।এসময় এক ব্যাক্তি সাকিব আলহাসানের সঙ্গে সেলফি তুলেন।

এতে সাকিব আল হাসান ওই লোকের ওপর ক্ষেপে যান।এক পর্যায়ে মুনাজাতে অংশ না নিয়েই ঈদগা ত্যাগ করার চেস্টা করেন সাকিব আল হাসান।

এসময় জ্যামাইকা মুসলিম সেন্টারে উপস্থিত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা ঘটনা জানতে চাইলে তখন তিনি সাংবাদিকের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করেন বলে অভিযোগ করেছেন এক সাংবাদিক।

এ সম্পর্কিত আরও পড়ুন