একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন সুমনা, অতঃপর...
টাঙ্গাইলের সখীপুরে ঈদের দিন সুমনা আক্তার (২৬) নামে এক গৃহবধূ একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন। তবে নির্ধারিত সময়ের আগেই জন্ম নেয়ায় নবজাতকদের বাঁচানো যায়নি।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) একসঙ্গে ছয় সন্তান জন্মদান ও মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেষ ভোমিক লিটন।
অনিমেষ ভোমিক লিটন জানান, ওই নারী প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে স্বাভাবিকভাবে ৬ সন্তানের জন্ম হয়। সময়ের অনেক আগেই সন্তান জন্ম হওয়ায় কাউকে বাঁচানো সম্ভব হয়নি। ওই নারী এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ওই গৃহবধূর স্বজন শাহজাহান জানান,তাঁর ভাগনের স্ত্রী সুমনা প্রায় ৫ মাসের গর্ভবতী ছিলেন। ঈদের দিন সকালে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করলে দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করা হয়। সুমনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা ছয়টি সন্তানের নরমাল প্রসব করান। ৬ সন্তানের মধ্যে ৪ জন মেয়ে ও ২ জন ছেলে সন্তান।
গৃহবধূ সুমনা আক্তার জানান, সখীপুরে একটি ক্লিনিকে তিনি আল্ট্রাসনোগ্রাম করিয়েছিলেন। তখন চিকিৎসক ৪ সন্তানের কথা বলেছিলেন। তখন সব সন্তানই সুস্থ ছিলো। পরে ব্যথা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হওয়ার পর নরমাল ডেলিভারীতে ৬ সন্তান জন্ম হয়েছে। কপাল খারাপ তাই সন্তানদের কেউ বেঁচে নেই।