আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারে সু চির বিরুদ্ধে ঘুষ নেওয়ার নতুন অভিযোগ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগ এনেছে দেশটির সামরিক সরকার। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সু চিকে সাড়ে পাঁচ লাখ ডলার ঘুষ দেওয়ার অভিযোগ করেছেন মং ওয়েইক নামে খ্যাতিমান নির্মাণ ব্যবসায়ী। তার দাবি, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে এই অর্থ পরিশোধ করেন তিনি। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সু চি'র বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করছে মিয়ানমারের দুর্নীতিবিরোধী কমিশন। তবে একে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন সু চির আইনজীবীভ এর আগে, গণতন্ত্রপন্থী এই নেত্রীর বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও করোনার বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ আনা হয়। এছাড়া স্বর্ণ ও ছয় লাখ ডলার অবৈধভাবে নেন বলেও অভিযোগ আনে মিয়ানমারের সামরিক জান্তা। 

এদিকে, এই মুহূর্তে পত্রিকাবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার শেষবারের মতো প্রকাশিত হয়েছে দেশটির বেসরকারি মালিকানাধীন পত্রিকা সান তাও চেইন। 

দেশটিতে সেনা অভ্যুত্থানের পর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় পত্রিকা বিক্রি বন্ধ ছিল। এ কারণেও বন্ধ হয়ে গেছে অনেক গণমাধ্যম। এছাড়াও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে জান্তা সরকার।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন