বিনোদন

মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি; আবেগঘন স্ট্যাটাস আরিফিন শুভ’র

মা--। এক অক্ষরের শব্দ হলেও এর মাঝেই লুকিয়ে রয়েছে বিশ্বের সবচাইতে নিরাপদ আশ্রয় আর অকৃত্রিম ভালবাসা।  মা হলেন এমন এক ব্যক্তি যিনি অন্য সবার স্থান অনায়াসে নিতে পারেন কিন্তু তার স্থান কেউ নিতে পারেন না।  পৃথিবীর সবচাইতে দামী এই মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। যার মা নেই সেই একমাত্র বোঝে মা হারানোর যন্ত্রণা।  নিজের এই ধরণের যন্ত্রণার কথা নিজের ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্য শেয়ার করেছেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।

জানুয়ারি মাসেই মা হারিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।  মা ছিলেন তার কাছে সব কিছু।  তাকে নিয়ে প্রায়ই বিভিন্ন ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করতেন শুভ।  বিভিন্ন উৎসবে মাকে নিয়ে লিখতেন নানান কথা। প্রিয় মাকে ছাড়া শুভর জীবনে এবারের ঈদটিই হচ্ছে প্রথম।  তাই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেতা।  ঈদের আনন্দের মাঝে মায়ের শূন্যতা গভীরভাবে অনুভব করছেন।  মাকে ছাড়া প্রথমবার ঈদ উদযাপনে নিজের মনের অবস্থা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, যখন অনেক কিছু বলার থাকে তখন হয়তো কিছুই বলা যায় না।  মাকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেখতে দেখতে তোমার যাবার প্রায় ৩ মাস, এখনো বোঝার চেষ্টা করছি যে কি হলো আসলে, আমি কী ঘুম থেকে উঠে দেখবো তুমি পাশের রুমটাতেই আছো। সব কিছু কেমন যেনো হয়ে গেলো। পেশায় অভিনয় শিল্পী হয়েও ‘আমি ঠিক আছি’ নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে।

ঈদের স্মৃতির কথা মনে করে শুভ লেখেন, তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে মা, যখন তোমার সাথে দেখা করতে যাচ্ছি নিচে  গার্ডরা বললো এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগলো এই ভেবে বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই ৮-৯ বছর নোটিশ করেছে।

ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা মাকে উদ্দেশ্য করে আরো লিখেন, এবার তোমার গলার চেইনটা নিজেই পড়লাম, কিন্তু আমাদের ওই কমেডিটা করা আর হলো না যে আমি চাইব আর তুমি বলবে নে, কিন্তু খুলে দেবে না। তোমার সাথে কতো গল্প করা হলো না,আর হবে না। ঈদ মোবারক মা।  পৃথিবীর সকল মাকে ঈদ মোবারক।

শুধু স্ট্যাটাস দিয়েই নিজের আবেগ প্রকাশ করেন নি এই অভিনেতা। মায়ের শাড়ি কেটে পাঞ্জাবি বানিয়েছেন।  সেই পাঞ্জাবি পড়েই ঈদের নামাজের পর ছুটেছেন মায়ের কবর জিয়ারত করতে।

এ সম্পর্কিত আরও পড়ুন