দেশজুড়ে

বিয়েতে আসা নৃত্যশিল্পীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৫

বাগেরহাটের মোল্লাহাটে বিয়েতে নাচের অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নৃত্যশিল্পী। এ ঘটনায় ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) রাতে মোল্লাহাট উপজেলার ঘাটবিলা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোল্লারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম।

আশরাফুল আলম জানান, মোল্লাহাটের সরসপুর গ্রামের হৃদয় নামের এক ব্যক্তির বাড়িতে বিয়ে উপলক্ষে ১২ এপ্রিল রাতে নাচতে আসেন ওই নারী। এসময়ে তাঁর সঙ্গে স্বামীও ছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কৌশলে দু’জনকে আলাদা আলাদা মোটরসাইকেলে তুলে দেয়া হয়।

ওসি জানান, এরপরে ওই নারীকে তরুণরা এক পথে ও স্বামীকে অন্য পথে নিয়ে যায়। এক পর্যায়ে নৃত্যশিল্পীকে ঘাটবিলা এলাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিনূল আলম ছানা মিয়ার জমির পরিত্যক্ত টিনশেডের ঘরে নিয়ে ৮ জন মিলে ধর্ষণ করে।

পুলিশ জানায়, এসময়ে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চারজনকে ধরে  টহলরত হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে।

আসামিদের বিকেলে বাগেরহাট আদালতে সোপর্দ করা হলে, বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলামের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন