কেএনএফের আরও ৪ সহযোগী গ্রেপ্তার
বান্দরবান থেকে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রুমা সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
রোববার (১৪ এপ্রিল) গ্রেপ্তার আসামিদের কারাগারে প্রেরণ করে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান।
পুলিশ জানায়, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত ৫টি মামলার প্রেক্ষিতে কেএনএফর সহযোগী হিসেবে যৌথবাহিনীর সদস্যরা তাদের রুমা উপজেলা এবং বান্দরবানের সদর উপজেলা থেকে গ্রেপ্তার করে।
বান্দরবান জেলা পুলিশের তথ্য মতে বান্দরবানের রুমা ও থানচিতে ঘটনার পর এ পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনায় জড়িত থাকার অপরাধে এ পর্যন্ত ৬০ এর অধিক আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।