দেশজুড়ে

বর্ণাঢ্য আয়োজনে পাবনায় বর্ষবরণ উদযাপিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবনা জেলায় বাংলা নতুন বছর ১৪৩১ বরণ করে নেয়া হয়েছে। বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় শিক্ষার্থীসহ নানা শ্রেনি পেশার মানুষ।

রবিবার (১৪ এপ্রিল)  সকালে  পাবনায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে  পহেলা বৈশাখের উৎসব আয়োজন। বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেন জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান।

সকাল ৮টায় শহরের স্বাধীনতা চত্বর থেকে বের করা হয় নববর্ষের বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীতে নেতৃত্ব দেন স্কয়ার গ্রুপের  পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও র‌্যালীতে অংশগ্রহণ করেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

উৎসবকে ঘিরে বরাবরের মত স্কয়ার ফুড এন্ড বেভারেজের আয়োজনে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এবারও আয়োজন করা হয় ‘রুচি বৈশাখী উৎসব”। কনসার্টে পহেলা বৈশাখের উৎসবে যোগ দিয়েছেন হাজারো পাবনাবাসী।

এ সম্পর্কিত আরও পড়ুন