আর্কাইভ থেকে বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়

এক ম্যাচ হাতে রেখেই উইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।  ১৩ জুলাই গায়ানায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দেরকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল তামিম বাহিনী।

এদিন উইন্ডিজের দেয়া ১০৯ রানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে যায় ২০ দশমিক ৪ ওভারেই। টাইগার অধিনায়ক তামিম ইকবাল ৬২ বলে করেন ৫০ রান।  ২৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন লিটন দাস। ওপেনিংয়ে নামা নাজমুল হোসেন শান্ত করেন ২০ রান।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ১০৯ রানে গুটিয়ে যায় উইন্ডিজ দল। সর্বোচ্চ ২৫ রান করে অপরাজিত থাকেন কিমো পল। এছাড়া ১৮ রান করেন শাই হোপ। কাইল মেয়ার্সের ব্যাট থেকে আসে ১৭ রান।

বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ২৯ রানের বিনিময়ে নেন ৪টি উইকেট। নাসুম আহমেদের শিকার ৩ উইকেট। মোসাদ্দেক হোসেন ও শরিফুল ইসলাম নেন একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ।

উল্লেখ্য, গেলো ১০ জুলাই তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয়লাভ করেছিলো টাইগাররা।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন