তেলের দাম কমলো
শনিবার (১৩ এপ্রিল) ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় ইরান। এ হামলার পর কমেছে তেলের দাম। খবর- বিবিসি।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কম থাকলেও সোমবার (১৫ এপ্রিল) সকালে ব্যারেল প্রতি ৯০ ডলারের কাছাকাছি ছিল।
যদিও সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার পর তেহেরানের পক্ষ থেকে পাল্টা হামলার হুঁশিয়ারি দেয়ার পর তেলের দাম বেড়ে যায়। গত সপ্তাহে ছয় মাসের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল সর্বোচ্চ।
বিশ্লেষকরা বলছেন, এ হামলার ফলে বৈশ্বিক বাজারে জ্বালানি তেল সরবরাহে বাঁধা তেরি হবে।