সন্যাসী হতে ২০০ কোটি রুপির সম্পত্তি দান করলেন দম্পতি
দুনিয়ার ভোগ-বিলাস ত্যাগ করে সন্যাসী হতে চলেছেন এক দম্পতি।এরই ধারাবাহিকতায় নিজেদের ২০০ কোটি রুপির সম্পত্তি সাধারণ জনগণের মাঝে বিলিয়ে দিয়েছেন। নিজেদের ছেলে ও মেয়ে সন্যাস জীবন বেছে নেওয়ার দুই বছর ওই দম্পত্তিও একই পথে হাঁটলেন।
ভারতের গুজরাটে জৈন তপস্যার জন্য নির্মাণ ব্যবসায়ী ভাবেশ ভাণ্ডারি এবং তার স্ত্রী চলতি বছরের ফেব্রুয়ারিতে সাধারণ মানুষের মাঝে তাদের সব সম্পত্তি বিলিয়ে দেন। সোমবার (১৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সাধারণ মানুষের মাঝে ওই দম্পতির নগদ অর্থ ও বস্ত্র বিলিয়ে দেওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই দম্পতি একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে সাধারণ জনগণের মাঝে নগদ অর্থ ও কাপড় বিলিয়ে দিচ্ছেন। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও এসিও দান করছেন জনগণকে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বিয়ের পোশাক পরেই ওই দম্পতি ট্রাকে করে নিজেদের অর্থ সম্পত্তি দান করছেন। দান করার সময় গান বাজছিলো আর গানের সাথে বেশ কয়েকজনের একটি দল নাচছিলেন।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজস্থানের ওই দম্পতি তাদের সব সম্পত্তি দান করেছেন। আসছে ২২ এপ্রিল তারা তাদের পরিবারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে পুরো ভারত জুড়ে খালি পায়ে হাঁটবেন। এ সময় তাদের শুধু এক টুকরো সাদা কাপড়, একটি বাটি এবং ঝাড়ুর প্রয়োজন হবে। জীবনের বাকী দিনগুলো তারা এভাবেই কাটাতে চান।
প্রসঙ্গত, ২০২২ সালে এই দম্পতির ১৯ বছর বয়সী ছেলে এবং ১৬ বছর বয়সী মেয়ে সন্ন্যাসী জীবন বেছে নিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। দুই বছর পর ছেলে-মেয়েদের দেখানো পথেই হাঁটলেন তাদের বাবা-মা।এর আগে,গত বছর( ২০২৩ সাল)ভারতের এক কোটিপতি হীরা ব্যবসায়ী এবং তার স্ত্রী সন্যাস জীবন বেছে নিতে জনগণকে তাদের সব সম্পত্তি দান করেছেন।