আর্কাইভ থেকে বাংলাদেশ

ছিনতাইয়ের কবলে কুবি শিক্ষার্থী সাইমার পরিবার

কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স  এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাইমা আক্তারের পরিবার ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ছিনতাইকারীরা ৫০ হাজার টাকা নিয়ে সটকে পড়েন বলেন ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেন। এসময়  ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা-মা ও ভাইকে মারধর করার ঘটনাও ঘটেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা যায়, গেলো সোমবার (১১ জুলাই) রাতে সাড়ে ৮টার দিকে দাউদকান্দি উপজেলায় রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ভোক্তভোগীদের গাড়ির গতিরোধ করলে বিষয়টি নিয়ে ভুক্তভোগীর বাবার সাথে ছিনতাইকারীদের তর্কাতর্কি হয়। এসময় তারা বাবা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইকে মারধর করেন। পরে ছিনতাইকারীরা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও ছিনতাইকারীদের খুজেঁ পায়নি। এ ঘটনায় নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও পরে অপরাগতা জানায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী শিক্ষার্থী সাইমা আক্তার বলেন, সেদিন রাতে আমরা বাসায় ফিরছিলাম। রাত সাড়ে ৮টার দিকে আমাদের গাড়ি আটকিয়ে ছিনতাইকারীরা ৫০ হাজার টাকা নিয়ে যায়। প্রতিবাদ করলে আমার বাবা-মা ও ভাইকে মারধর করে গুরুতর আহত করে। আমরা ছিনতাইকারীদের নাম জানি ও চিনি। কিন্তু পুলিশের কাছে অভিযোগ করলেও তারা এ নামের কেউ নেই বলে জানিয়েছেন। আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

তবে ঘটনাটি ছিনতাই নয় দাবি করে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঈদের পরের দিন রাতে ওই মেয়ের বাবার কাভার্ড ভ্যানের সাথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এটি নিয়ে এলাকায় একটু উত্তেজনার সৃষ্টি হয়। এটি কোন ছিনতাইয়ের ঘটনা নয়। তবুও আমরা রায়পুরে কারা এর সাথে জড়িত তাদের থানায় ডাকতে পুলিশ পাঠিয়েছি। আমরা বিষয়টি দেখছি।

দাউদকান্দি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ ইকবাল বলেন, এখানে ছিনতাইয়ের মতো কোন ঘটনা ঘটেনি। দুইটি গাড়ির মধ্যে ধাক্কাধাক্কি হয়েছিল। আমরা বিষয়টি নিয়ে দুইপক্ষের সাথে কথা বলতেছি। থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে মামলা হবে।

এবিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, ঘটনাটি যেহেতু ক্যাম্পাসের অভ্যান্তরীণ নয়, সেক্ষেত্রে আমাদের সরাসরি কিছু করার নেই। তবে এখানে আমাদের শিক্ষার্থী যেহেতু আক্রান্ত আমরা দাউদকান্দি থানার সাথে বিষয়টি দেখার জন্য অনুরোধ করব।

এ সম্পর্কিত আরও পড়ুন