ক্রিকেট

১৫ বছর বয়সী পেসারকে নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের দল

ভারত নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।  সিরিজকে সামনে রেখে ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ মঙ্গলবার ঘোষণা করা সেই দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ১৫ বছর বয়সী ডানহাতি পেসার হাবিবা ইসলাম।  সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলা সুমাইয়া আক্তারকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। বাদ পড়েছেন ব্যাটার ফারজানা হক। দলে ফিরেছেন ওপেনার রুবাইয়া হায়দার।

২৮ এপ্রিল হবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি চারটি ম্যাচ ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। সব ম্যাচই হবে সিলেটে।

বাংলাদেশ নারী ক্রিকেট দল:

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, শরিফা খাতুন, দিলারা আক্তার, রুবাইয়া হায়দার, হাবিবা ইসলাম। স্ট্যান্ডবাই: সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার।

এ সম্পর্কিত আরও পড়ুন