ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের নজিরবিহীন হামলার তিন দিন পর আবারও ক্ষেপণাস্ত্র হামলার সম্মুখীন হলো ইহুদিবাদী দেশ ইসরাইল।
বুধবার (১৭ এপ্রিল) লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরাইলের উত্তরাঞ্চলকে লক্ষ্য এ হামলা চালানো হয়। হামলার সময় ছয়টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। খবর- আল জাজিরা।
হামলার সময় ইসরাইলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে উঠে।
গেলো ১৩ এপ্রিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে ইসরাইলের অভ্যন্তরে ইরান এ হামলা চালায়।