আন্তর্জাতিক

মোদির বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আসন্ন লোকসভা নির্বাচনসহ ছয় বছরের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই মামলাটি করেছেন আনন্দ এস জান্দালে নামে এক আইনজীবী। খবর- ইকোনমিক টাইমস

আদালতের কাছে ওই আইনজীবী আবেদন করেছেন, জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘনের অপরাধে প্রধানমন্ত্রীকে ছয় বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করা হোক।

আইনজীবী আনন্দ এস জান্দালে তার আবেদনে গেলো ৯ এপ্রিল উত্তরপ্রদেশের পিলিভিতে বিজেপির নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদির এক বক্তব্যের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ওই বক্তব্যে প্রধানমন্ত্রী ভোটারদের কাছে ‘হিন্দু, শিখ দেবতা ও হিন্দু উপাসনালয়ের’ নামে বিজেপিকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। রামমন্দির ও কর্তারপুর সাহিব করিডোর তৈরির কথা বলেছেন। এগুলো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

এ সম্পর্কিত আরও পড়ুন