আন্তর্জাতিক

ইরানে ইসরাইলি হামলায় ক্ষতির বিষয়ে যা জানা গেলো

ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইহুদীবাদী দেশ ইসরাইল। তবে তেহরান বলছে, তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং দেশটিতে ‘এখনো কোনো ক্ষেপণাস্ত্র হামলা’ হয়নি।

ইরানের ইসফাহান শহরে দেশটির পারমাণু স্থাপনা রয়েছে। হামলার পরে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।

শুক্রবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে করা এক পোস্টে জাতিসংঘের সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেন, পারমাণবিক স্থাপনাগুলো সামরিক সংঘাতের লক্ষ্য হওয়া উচিত নয়। এ সময় ‘সবাইকে চরম সংযমে’ থাকার আহ্বানও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন