আন্তর্জাতিক

ইসরাইলি হামলার প্রতিশোধ নিয়ে যা ভাবছে ইরান

ইরানের ইসফাহান শহরে হামলা চালিয়েছে ইরান। আর এ হামলার পরে ইরান কোনো ধরনের প্রতিশোধ নিবে কি না- সেই ব্যাপারে অবস্থান স্পষ্ট করেছে তেহরান।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক সিনিয়র কর্মকর্তা রয়র্টাসকে বলেন, ইসরাইলে পাল্টা হামলার ব্যাপারে তেহরান আপাতত কিছু ভাবছে না।

এর আগে, ইসরাইল শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইরানে ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে বলে খবর দেয় মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ। পরে তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে আল জাজিরা। যদিও এমন খবরের পর তেহরান বলছে, তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং দেশটিতে ‘এখনো কোনো ক্ষেপণাস্ত্র হামলা’ হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন