নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না
গাজা উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের অজস্র ঘটনার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর, তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েক জন জেষ্ঠ্য কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
কীভাবে এ গ্রেপ্তারি পরোয়না এড়ানো যায় তা নিয়ে বৈঠকও করেছে বেঞ্জামিন নেতানিয়াহু, মন্ত্রিসভার তিনজন সদস্যসহ বেশি কিছু সামরিক কর্মকর্তা। চ্যানেল ১২ এর বরাত দিয়ে টাইমস অফ ইসরাইল এ খবর জানায়।
গেলো মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে ইসরাইলের বর্তমান যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভার বিচার বিষয়ক মন্ত্রী ইয়ারিভ লেভিন, স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী রন ডারমার, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এবং সরকারপন্থী বেশ কয়েকজন আইনজীবী ও আইন বিশেষজ্ঞ উপস্থিতি ছিলেন।