ফুটবল

এক ম্যাচের জন্য নিষিদ্ধ মার্টিনেজ

ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিলের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে সময় নষ্ট করার জন্য হলুদ কার্ড দেখানো হয় এমিলিয়ানো মার্টিনেজকে। এরপর ম্যাচ যখন টাইব্রেকারে গড়ায় তখন দর্শকদের উদ্দেশ্য করে কিছু একটা ইঙ্গিত করে বসেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। তখন আবারও হলুদ কার্ড দেখানো হয় তাকে।

এক ম্যাচেই দুই হলুদ কার্ড দেখার পরেও এমিকে কেনো লাল কার্ড দেখানো হয়নি এ নিয়েও প্রশ্ন থাকয়ে পারে। তবে মার্টিনেজকে লাল কার্ড না দেখার কারণ উয়েফারই নিয়ম। এই নিয়মে ম্যাচের নিয়মিত সময়ে দেখা হলুদ কার্ড টাইব্রেকারের সময়ের দেখা হলুদ কার্ডের সঙ্গে যোগ হয় না। তবে এটা যোগ হয় সামগ্রিক কার্ড দেখার হিসেবে।

আর এ কারণেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। কারণ, কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে এমি হলুদ কার্ড দেখেছেন তিনটি। সেমিফাইনালে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটিতে খেলতে পারবেন না তিনি।

হলুদ কার্ড দেখলেও নিজের কাজটা ঠিকই করেছেন মার্টিনেজ। টাইব্রেকারে ফ্রান্সের ক্লাব লিলকে হারাতে বড় অবদানটা তারই। দুটি পেনাল্টি ঠেকিয়ে দলকে ৪-৩ গোলে জিতিয়েছেন আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানো এই গোলরক্ষক।

এ নিয়ে ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচে সব শেষ পাঁচটি পেনাল্টি শ্যুট আউটেই জিতলেন এমি।

এ সম্পর্কিত আরও পড়ুন