ডাকাতি পরিকল্পনায় র্যাবের জালে ৩ চরমপন্থী আটক
পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম মওলের মাঠ থেকে ডাকাতি করার প্রস্তুতি নেয়ার সময় তিনজন চরমপন্থীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ এসময় তিনটি বোমা ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম এলাকার বক্কার হোসেনের ছেলে শাকিল (২০) ও শামীম (২৪) এছাড়া আরেকজন হামিদ প্রামাণিকের ছেলে ছাদেক (৪০) তাদের সকলের বিরুদ্ধেই হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
পাবনা র্যাব ১২ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার (মেজর) এহতেশামুল হক খান জানান, গ্রেপ্তারকৃতরা ২০২১ সালের সাঁথিয়ার আলমাস হত্যা মামলার আসামী। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে৷ গতকাল রাতে জানা যায় তারা ডাকাতির পরিকল্পনা করছে। পরে র্যাবের অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।