প্রেসিডেন্ট লড়াই থেকে নাম প্রত্যাহার করলেন সাজিথ
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা।
মূলত তিনি তার বিরোধীদলীয় নেতাকে সমর্থন জানিয়ে মঙ্গলবার (১৯ জুলাই) নিজের নাম প্রত্যাহার করে নেন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি তার প্রেসিডেন্ট পদ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার দেশের বৃহত্তর মঙ্গলের জন্য যাদের আমি ভালোবাসি এবং আমি যাদের লালন করি, তাদের জন্য আমি প্রেসিডেন্ট পদ থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।’
তিনি আরও বলেন, বিরোধী দলের সঙ্গে আমাদের দল একত্রে কাজ করবে। আমি প্রত্যাশা করি প্রেসিডেন্ট পদে দুল্লাস আলাহাপেরুমা জয়লাভ করবেন।
উল্লেখ্য, গেলো কয়েক মাস ধরে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট চলছে। ফলে এর প্রতিবাদ জানিয়ে লাগাতার আন্দোলন করে যাচ্ছে দেশটির জনগণ। আন্দোলনের এক পর্যায়ে জীবন হারানোর শঙ্কায় পালিয়ে যান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এরপরই দেশটির বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করেন দেশটির স্পিকার। আগামীকাল বুধবার (২০ জুলাই) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসি