বাংলাদেশ

সারাদেশে হিট স্ট্রোকে আট জনের মৃত্যু

তীব্র দাবদাহে সারাদেশে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ৮ জন মৃত্যুবরণ করেছেন । এর মধ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে দুইজন, পাবনায় একজন, মেহেরপুরে একজন, নরসিংদীর মাধবদীতে একজন, শরীয়তপুরে একজন, ঝালকাঠিতে একজন ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সাত জেলায়  এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

দিনাজপুরের  ফুলবাড়ী পৌর এলাকার চকসাবাজপুর গ্রামের সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলী (৫৮) এবং অপরজন যশোর কোতোয়ালি থানা এলাকার রাজারহাট গ্রামের ট্রাকচালক বিল্লাল হোসেন (৫২)।

মোতাহার আলীর ছেলে সানজিদ আহম্মেদ সুইট জানান, কয়েক দিন ধরে জ্বর ছিল তাঁর বাবার। গত ২০ এপ্রিল বিকেলে অসুস্থ হয়ে পড়লে, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ট্রাকমালিক সোহরাব হোসেন জানান, যশোর থেকে পাথরের ডাস্টের ভাড়া আনতে বড়পুকুরিয়া এলাকায় যান ট্রাকচালক বিল্লাল হোসেন। গতকাল রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি শুনেছেন স্ট্রোক করে ড্রাইভার বিল্লালের মৃত্যু হয়েছে।

পাবনার চাটমোহর উপজেলায় ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে আলাউদ্দিন আলী আলাল (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুুপুরে পাবনা জেনারেল হাসপাতালে মারা যান আলাউদ্দিন আলী আলাল। আলাউদ্দিন আলী হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা।

মেহেরপুরের গাংনীতে হিটস্ট্রোকে শিল্পী খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসান বলেন, শিল্পী খাতুনের মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে ইউএনও এবং স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সাফকাত জামিল ইবান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান প্রচণ্ড রোদের মাঝে চলাফেরা এবং প্রচুর ঘামের ফলেই অজ্ঞান হয়ে যান ইবান। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকলে অফিসার (আরএমও) ডা. মাহমুদুল কবির বাশার জানান, প্রাথমিকভাবে তার মৃত্যু হিট স্ট্রোকে হয়েছে বলে মনে হচ্ছে।

এছাড়াও, শরীয়তপুরে  হারুন চৌকিদার (৪৩) নামে এক অটোরিকশা চালক, ঝালকাঠির কাঠালিয়া উপজেলায়  মো. আফজাল তালুকদার (৪৫) নামে এক যুবক এবং  সিলেটের দক্ষিণ সুরমায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এক অজ্ঞাতনামা রিকশাচালকের মৃত্যু হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন