কোথা থেকে ‘বিদায়’ নিচ্ছেন আদনান সামি!
হঠাৎই হইচই নেট দুনিয়ায়। ঠিক আছেন তো আদনান সামি? কিন্তু কেনো এ প্রশ্ন ভক্তদের মনে? কি এমন হলো তার যার কারণে এ হৈ চৈ! এর উত্তর মিলবে আদনানের ইনস্টাগ্রাম আইডিতে গেলে। যেখানে আগের সব পোস্ট মুছে ফেলে একটি রহস্যময় ভিডিয়ো আপলোড করেছেন ভারতীয়ে এ সঙ্গীত তারকা, যাতে ফুটে উঠছে ‘আলবিদা’ বা ‘বিদায়’ শব্দটি।
কেন এমন কঠোর পদক্ষেপ গায়কের? কী ঘটেছে তার জীবনে? সে নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন একাংশ। মানুষের রাশি রাশি প্রশ্নবাণ এসে পরেছে আদনানের পোস্টের কমেন্ট বক্সে।
সবাই বোঝানোর চেষ্টা করছেন, গায়ককে ভালবাসেন তারা। তিনি যেন এ ভাবে ভয় না দেখান। যদিও পোস্টটি তিনি কেন করেছেন, তার কোনও ব্যাখ্যা মেলেনি গায়কের তরফ থেকে। কারও কারও অনুমান, এটি হয়তো নতুন কোনও গানের অ্যালবামের প্রচার-চমক। তবে অন্যান্য আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। আর তাই গায়কের পরবর্তী পোস্টের অপেক্ষায় আছেন তার ভক্তকূল।
এসি